বান্দরবানের রুমা উপজেলার বগালেকপাড়া থেকে অপহৃত দুই নির্মাণশ্রমিকের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ শনিবার সকালে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ওই এলাকায় সক্রিয় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা মুক্তিপণ আদায়ের জন্য দুই শ্রমিককে অপহরণ করেছেন বলে ধারণা করছেন তাঁরা।
এ বিষয়ে ওসি আলমগীর হোসেন বলেন, মো. আউয়াল ও মো. ইদ্রিস নামের ওই দুই শ্রমিকের এখনো কোনো হদিস পাওয়া যায়নি। অনেক দিন ধরে সড়ক নির্মাণের বিরোধিতা করে আসছে কেএনএফ। মুক্তিপণ আদায় ও সড়ক নির্মাণকাজের ঠিকাদারদের চাপে রাখার জন্য কেএনএফের সদস্যরা দুই শ্রমিককে অপহরণের ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
গত ১৫ মার্চ এই নির্মাণাধীন সড়কের পাসিংপাড়া ও সুংসংপাড়ার মধ্যবর্তী এলাকা থেকে অবসরপ্রাপ্ত এক সেনা সার্জেন্টসহ তিনজনকে অপহরণ করা হয়েছিল। পরে মুক্তিপণ নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, বগালেকপাড়া থেকে কেওক্রাডাং পাহাড় ও পাহাড়ের পূর্বপাশের এলাকাগুলোতে নতুন সশস্ত্র সংগঠন কেএনএফের সদস্যরা কমবেশি সক্রিয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে সশস্ত্র একটি দল বগালেকপাড়ায় শ্রমিকদের বাসায় এসে হানা দেয়। তখন সেখানে শতাধিক শ্রমিক ছিলেন। এ সময় ঘুমিয়ে থাকা শ্রমিকদের থেকে তিনজনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনকে ছেড়ে দিলেও মো. আউয়াল ও মো. ইদ্রিস নামের দুজনকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। ওই শ্রমিকেরা রুমা-বগালেক-কেওক্রাডাং-ধোপানি সড়কের নির্মাণকাজে নিয়োজিত।