বান্দরবান জেলার মানচিত্র

বান্দরবানের রুমা উপজেলার বগালেকপাড়া থেকে অপহৃত দুই নির্মাণশ্রমিকের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ শনিবার সকালে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ওই এলাকায় সক্রিয় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা মুক্তিপণ আদায়ের জন্য দুই শ্রমিককে অপহরণ করেছেন বলে ধারণা করছেন তাঁরা।

এ বিষয়ে ওসি আলমগীর হোসেন বলেন, মো. আউয়াল ও মো. ইদ্রিস নামের ওই দুই শ্রমিকের এখনো কোনো হদিস পাওয়া যায়নি। অনেক দিন ধরে সড়ক নির্মাণের বিরোধিতা করে আসছে কেএনএফ। মুক্তিপণ আদায় ও সড়ক নির্মাণকাজের ঠিকাদারদের চাপে রাখার জন্য কেএনএফের সদস্যরা দুই শ্রমিককে অপহরণের ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

গত ১৫ মার্চ এই নির্মাণাধীন সড়কের পাসিংপাড়া ও সুংসংপাড়ার মধ্যবর্তী এলাকা থেকে অবসরপ্রাপ্ত এক সেনা সার্জেন্টসহ তিনজনকে অপহরণ করা হয়েছিল। পরে মুক্তিপণ নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, বগালেকপাড়া থেকে কেওক্রাডাং পাহাড় ও পাহাড়ের পূর্বপাশের এলাকাগুলোতে নতুন সশস্ত্র সংগঠন কেএনএফের সদস্যরা কমবেশি সক্রিয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে সশস্ত্র একটি দল বগালেকপাড়ায় শ্রমিকদের বাসায় এসে হানা দেয়। তখন সেখানে শতাধিক শ্রমিক ছিলেন। এ সময় ঘুমিয়ে থাকা শ্রমিকদের থেকে তিনজনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনকে ছেড়ে দিলেও মো. আউয়াল ও মো. ইদ্রিস নামের দুজনকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। ওই শ্রমিকেরা রুমা-বগালেক-কেওক্রাডাং-ধোপানি সড়কের নির্মাণকাজে নিয়োজিত।