সুভ্রদেব সিং
ছবি: সংগৃহীত

কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি দেওয়া ছাত্রলীগ নেতা সুভ্রদেব সিং (২৫) বর্তমানে বোয়ালমারী থানা–পুলিশের হেফাজতে আছেন। আজ রোববার বেলা তিনটার দিকে বোয়ালমারী বাজার এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওহাব বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

সুভ্রদেব সিং বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বোয়ালমারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রাম মহল্লার ঋষিপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

কোমরে পিস্তল গুঁজে ছবি দেওয়া ছাত্রলীগ নেতাকে থানায় হাজির হতে নির্দেশ

দলীয় কর্মীরা বলেন, গতকাল শনিবার সকালে একটি নীল রঙের একটি জামা পরে নিজের ফেসবুক আইডিতে সুভ্রদেব সিং একটি ছবি প্রকাশ করেন। ছবিতে তাঁকে পেছনের দিক থেকে দেখা যাচ্ছিল এবং তাঁর ডান কোমরে একটি কালো রঙের পিস্তলসদৃশ বস্তু গোঁজা ছিল। ছবিতে তাঁর মুখ দেখা যাচ্ছিল না। ছবির ক্যাপশনে এই ছাত্রলীগ নেতা লেখেন, ‘দেবেন যা পাবেন তা, ভাবনাচিন্তা কল্পনাহীন।’ এ পোস্ট নিয়ে বিতর্ক সৃষ্টি হলে পরে তিনি তা মুছে ফেলেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওহাব বলেন, আজ রোববার বেলা তিনটার দিকে বাজার এলাকা থেকে ছাত্রলীগের ওই নেতাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই পোস্টের পিস্তল আসল না নকল, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আইন পরিপন্থী কোনো কাজ করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে পোস্ট করা ছবি
সংগৃহীত

তবে এর আগে সুভ্রদেব সিং বলেন, বোয়ালমারীর কাটাগড় এলাকার একটি মেলা থেকে তিনি এই খেলনা পিস্তল কেনেন তাঁর ভাতিজার জন্য। শখের বশে তিনি সেটি কোমরে গুঁজে ওই পোস্ট করেছিলেন। এরপর নানাজন নানা কথা বলেন। আসলে ছবিটা এভাবে দেওয়া তাঁর ঠিক হয়নি। ভুল হয়েছে। এ বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় পোস্টটি তিনি মুছে ফেলেছেন।

উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সুভ্রদেব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীর অনুসারী। উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী বলেন, এটা খেলনা পিস্তল হোক আর যা–ই হোক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ঠিক হয়নি। এতে বিতর্কের সৃষ্টি হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংগঠন হিসেবে এ দায়ভার তাঁরা নেবেন না। উপজেলা ছাত্রলীগ দ্রুত জরুরি সভা আয়োজন করে এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবে।