‌সিলেটে ঢাকনাবিহীন নর্দমায় মিলল কিশোরের লাশ

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

সিলেট নগরে নবনির্মিত নর্দমার (ড্রেন) ভেতর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে নগরের তেমুখী এলাকায় সুন্দর আলী মসজিদের সামনের সড়কের পাশে নর্দমার ভেতর লাশটি পাওয়া যায়। ওই কিশোরের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ১৫ থেকে ১৭ বছর।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে তেমুখী এলাকার সুন্দর আলী মসজিদের সামনের সড়কের পাশে নর্দমার ভেতর একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় তাঁদের কয়েকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

স্থানীয় লোকজন জানান, সিলেট সিটি করপোরেশন নর্দমা নির্মাণ করে কিছু অংশে ঢাকনা দেয়নি। ওই ঢাকনাবিহীন অংশে পড়ে ছিল লাশটি।

সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ওই কিশোর অসাবধানতাবশত ঢাকনাবিহীন নর্দমার মধ্যে পড়ে গিয়ে থাকতে পারে। এ বিষয়ে আরও তদন্ত চলছে। ওই কিশোরের নাম-পরিচয় শনাক্তের জন‌্য ছ‌বি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টসহ গণমাধ্যমে পাঠানো হয়েছে এবং মরদেহটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ম‌র্গে রয়েছে।