টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে রেশন নিয়ে ফেরার পথে কিশোর গুলিবিদ্ধ

রোহিঙ্গা আশ্রয়শিবিরফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে রেশন নিয়ে ফেরার পথে ১৫ বছর বয়সী এক কিশোরকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ কিশোর নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরের মোহাম্মদ রফিকের ছেলে।

আজ বুধবার দুপুরের দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে আই ব্লকের সামনে এ ঘটনা ঘটে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানায়, আজ বেলা একটার দিকে ওই রোহিঙ্গা কিশোর রেশন নিয়ে আই ব্লকে গেলে ডাকাত নুর কামাল গ্রুপের সদস্য ইয়াছির আরাফাত তার পথরোধ করে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ইয়াছির ওই কিশোরের ডান পায়ে ২টি গুলি করে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে গুলির শব্দ শুনে আশপাশের রোহিঙ্গারা এগিয়ে এসে আহত কিশোরকে উদ্ধার করে শিবিরের জিএকে হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের একজন চিকিৎসক বলেন, রোহিঙ্গা কিশোরের ডান পায়ে ২টি গুলির চিহ্ন পাওয়া গেছে। তাকে দ্রুত চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।