ছেলের বাসা থেকে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় শিক্ষক বাবার মৃত্যু

সিরাজুল ইসলাম
ছবি: সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পুলিশের উপরিদর্শক (এসআই) ছেলের বাসা থেকে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলামের (৬১) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শিক্ষক সিরাজুল ইসলামের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মুন্দাইল গ্রামে। তিনি কালাই উপজেলার হারুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গত বছর তিনি শিক্ষকতা থেকে অবসর নেন। তাঁর ছেলে এসআই মোসাদ্দেক হোসেন দুপচাঁচিয়া থানায় কর্মরত।

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় দুপচাঁচিয়ায় এসআই ছেলের বাসা থেকে অটো ভ্যানে করে ক্ষেতলালে নিজ বাড়িতে ফিরছিলেন শিক্ষক সিরাজুল ইসলাম। দুপচাঁচিয়া-ক্ষেতলাল সড়কের শিবপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে অটোরিকশার ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়েন সিরাজুল। গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় গত বৃহস্পতিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তিনি মারা যান।

নিহত সিরাজুল ইসলামের ছেলে এসআই মোসাদ্দেক হোসেন বলেন, চাকরির সুবাদে তিনি দুপচাঁচিয়ায় বাসা ভাড়া নিয়ে থাকেন। তাঁর বাবা-মা মঙ্গলবার বিকেলে তাঁর বাসায় আসেন। বাসায় মাকে রেখে বাবা একাই অটো ভ্যানে করে দুপচাঁচিয়া থেকে ক্ষেতলালের বাড়িতে ফিরছিলেন। শিবপুর এলাকায় পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে তাঁর বাবা ছিটকে পড়েন। এতে মাথায় আঘাত পেয়ে তিনি অচেতন হয়ে যান। পাঁচ দিনেও চেতনা ফেরেনি। গতকাল সন্ধ্যায় তাঁর বাবা মারা গেছেন।