উল্লাপাড়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে হাতুড়ি দিয়ে পিটিয়ে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ

হত্যা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের গোনাইগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে বলে নিহত কৃষকের পরিবার সূত্রে জানা গেছে।

নিহত কৃষকের নাম আমিরুল ইসলাম (৫০)। তাঁকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও তাঁর লোকজনের বিরুদ্ধে। আমিরুল ও আবদুল হাই সম্পর্কে আপন চাচাতো ভাই।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, লাহিড়ী মোহনপুর ইউনিয়নের গোনাইগাঁতী গ্রামে একটি সেচযন্ত্র স্থাপনের বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের অর্থ লেনদেনের বিষয়ে দ্বন্দ্ব চলছিল। গ্রামবাসীর পক্ষে বিষয়টি মীমাংসা করতে আবদুল হাইকে তাগিদ দেন আমিরুল। গ্রামবাসীর পক্ষে চাচাতো ভাইয়ের অবস্থান মেনে নিতে পারেননি তিনি।

এ পরিপ্রেক্ষিতে গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে গ্রামের বাজার থেকে বাড়িতে ফেরার পথে আমিরুলকে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুল হাই ও তাঁর লোকজন হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে বাড়ির পাশে একটি জলাশয়ে ফেলে রেখে চলে যান। সেই জলাশয়ের পাশে দিয়ে হেঁটে যাওয়ার সময় এলাকাবাসী আমিরুলের গোঙানির শব্দ শুনতে পেয়ে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় আমিরুলকে রোববার রাতেই ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।

নিহত আমিরুলের ছোট ভাই কাজল প্রামাণিক বলেন, ‘আমার ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়েছে। শরীরে অসংখ্য জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। এ ঘটনার পর ঘাতক আবদুল হাই ও তাঁর পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।’

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশ নিয়ে স্বজনেরা ঢাকা থেকে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। এ বিষয়ে নিহত ব্যক্তির ছোট ভাই কাজল প্রামাণিক বাদী হয়ে একটি হত্যা মামলা করবেন।