রূপগঞ্জে যুবদল নেতার খাবারের হোটেল ও বাস কাউন্টারে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ জেলার মানচিত্র

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেনের খাবারের হোটেল ও বাস কাউন্টারে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গাউছিয়া স্যানিটারি মার্কেটে এ ঘটনা ঘটে। যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা এ হামলা চালান বলে ওমর হোসেন অভিযোগ করেছেন।

বিএনপি নেতাদের দাবি, লোডশেডিং ও জ্বালানি খাতে সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদে আগামী ২ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে রূপগঞ্জ উপজেলা বিএনপি। ওই কর্মসূচিতে নেতা-কর্মীরা যাতে অংশ না নেন, সে জন্য তাঁদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে।

ওমর হোসেন প্রথম আলোকে বলেন, দুপুরে খাবার হোটেল ও দুটি দূরপাল্লার বাস কাউন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বাস কাউন্টারের দুজন স্টাফকে মারধর করে প্রায় ২০ হাজার টাকা নিয়ে গেছেন। হামলাকারীদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, যুবলীগের কর্মী ইসহাক মিয়া, নয়ন মিয়া, কোরবান আলী, বাবু প্রধানসহ অন্তত ১২ জন হামলায় অংশ নিয়েছেন। তাঁরা সবাই গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিনের অনুসারী।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রথম আলোকে বলেন, তাঁদের কর্মসূচি ২ সেপ্টেম্বর হলে আজ কেন হামলা হবে। এসব মিথ্যা নাটক। দলীয় পদ-পদবির জন্য নিজেরাই এসব ভাঙচুর করে নাটক করছেন। অভিযুক্ত যুবলীগের নেতা-কর্মীদের বিষয়ে তিনি বলেন, নয়ন, ইসহাক, আলী ও বাবু যুবলীগের নেতা। তবে তাঁরা কেউ হামলা করতে যাননি।

উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ২ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি আছে। বিএনপির নেতা-কর্মীরা যাতে কর্মসূচিতে অংশ না নেন, সে জন্য এসব হামলা করে ভয়ভীতি দেখানো হচ্ছে। গতকাল কাঞ্চনে বিএনপির নেতাদের বাড়িঘর ও দোকানে হামলা লুটপাট হয়েছে। আজ যুবদলের নেতার দোকানে হামলা। এগুলো ভালো লক্ষণ নয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সায়েদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ না দেওয়ার বিষয়ে জানতে চাইলে ওমর হোসেন বলেন, থানায় অভিযোগ দিয়ে লাভ হয় না। উল্টো নিজেদেরই হয়রানির শিকার হতে হয়। তা ছাড়া অভিযোগ দিলে আবার হামলা করবে।