ফেনীতে একসঙ্গে চার সন্তানের জন্ম

চার সন্তান জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার ফেনীর একটি হাসপাতালে
ছবি: সংগৃহীত

ফেনীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তান জন্ম দিয়েছেন এক গৃহবধূ। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে হাসপাতালটির গাইনি বিশেষজ্ঞ রোকসানা বেগমের তত্ত্বাবধানে চার নবজাতকের জন্ম হয়।

ওই গৃহবধূর নাম ফারজানা আক্তার (২৪)। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মধুগ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। তাঁর স্বামী খাগড়াছড়ির রামগড় শহরের একজন মুদিদোকানি।

পরিবার সূত্রে জানা যায়, ফারজানা আক্তারের প্রসবব্যথা শুরু হলে আজ বেলা ১১টার দিকে তাঁকে ফেনীর বেসরকারি জেড ইউ মডেল হাসপাতালে ভর্তি করা হয়। বেলা তিনটার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর চার সন্তানের জন্ম হয়। ওই চার নবজাতককে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে।

চার নবজাতকের বাবা আলমগীর হোসেন বলেন, তাঁদের আগে কোনো সন্তান ছিল না। এবারই প্রথম তাঁর স্ত্রী একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন। এদের মধে৵ তিনটি ছেলে ও একটি মেয়ে। তিনি আরও বলেন, ‘আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই চার সন্তানের বাবা হলাম। সবার কাছে দোয়া কামনা করছি।’

চিকিৎসক রোকসানা বেগম বলেন, নবজাতকদের মা সুস্থ আছেন। নবজাতকদের প্রথমজনের ওজন প্রায় ২ কেজি, দ্বিতীয়জনের ২ কেজি ১০০ গ্রাম, তৃতীয়জনের ১ কেজি ৫০০ গ্রাম এবং চতুর্থজনের ওজন ১ কেজি ৩০০ গ্রাম। নবজাতকেরা এখন পর্যন্ত ভালো আছে।