নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, এক তরুণ আটক
নরসিংদীর পলাশে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় এক তরুণকে আটক করেছে পুলিশ।
সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরী নরসিংদী সদরের বাসিন্দা। অন্যদিকে আটক তরুণ শিবপুর উপজেলার বাসিন্দা। গ্রেপ্তারের স্বার্থে পলাতক আরেক তরুণের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ ও কিশোরীর স্বজনেরা জানান, আটক তরুণ ও ভুক্তভোগী কিশোরী টিকটকের মাধ্যমে পরিচিত হন। একপর্যায়ে তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। শুক্রবার ওই তরুণ মেয়েটিকে পলাশ উপজেলায় ঘুরতে নিয়ে যান। সেখানে এক আত্মীয়ের বাড়িতে তাঁরা রাত যাপন করেন। রাতে ওই তরুণ ও তাঁর এক বন্ধু কিশোরীকে ধর্ষণ করেন। এতে মেয়েটি অচেতন হয়ে পড়লে তাকে শনিবার সকালে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন ওই তরুণ।
দুপুরে ওই কিশোরীর জ্ঞান ফিরলে ওই তরুণকে পাশে দেখে হাসপাতালে চিৎকার শুরু করে। উপস্থিত সবাইকে বলতে থাকে, তার এই অবস্থা করেছে ওই তরুণ, তাকে আটকে পুলিশে দিতে বলে মেয়েটি। পরে ওই তরুণকে আটকে রেখে সদর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়। পরে ঘটনাস্থল বিবেচনায় ওই তরুণকে পলাশ থানায় হস্তান্তর করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, ভুক্তভোগী ওই কিশোরীর মা-বাবা থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। যাচাই-বাছাই শেষে রাতেই তা মামলা হিসেবে গ্রহণ করা হবে। ওই মামলায় আটক তরুণকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। জড়িত আরেক তরুণকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।