বাগানের ঝরা পাতা পোড়াতে গিয়ে দগ্ধ, অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় লুঙ্গিতে আগুন লেগে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দারকি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মমতাজ সরদারের (৭৭) বাড়ি দারকি গ্রামে। তিনি চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাঁর ছেলে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শরীফুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দারকি গ্রামের বাসিন্দা ও প্রতিবেশী আজম-ই-সাদত বলেন, মমতাজ সরদারের বাড়ির পাশে বাগানে গাছের পাতা ঝরে পড়ে ছিল। দুপুর ১২টার দিকে এসব গাছের পাতা এক জায়গায় জড়ো করেন তিনি। পরে ওই পাতা পুড়িয়ে দেওয়ার জন্য দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন। কিন্তু অসাবধানবশত মমতাজ সরদারের  লুঙ্গিতে আগুন ধরে যায়। এতে তাঁর শরীর ও মুখমণ্ডলও পুড়ে যায়।

আজম-ই- সাদত আরও বলেন, প্রতিবেশি একজন পাশ দিয়ে যাওয়ার সময় বিষয়টি দেখতে পেয়ে তাঁর বাড়িতে খবর দেন। বাড়ির লোকজন এসে দেখেন শরীরের অধিকাংশ পুড়ে কালো হয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরউদ্দিন মৃধা বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করে দাফন করার অনুমতি চাওয়া হয়েছিল। কারও কোনো অভিযোগ না থাকায় সেই অনুমতি দেওয়া হয়েছে।