খাগড়াছড়িতে ১৪ বছরের কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে প্রতিবাদ–বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ শুক্রবারও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি করেছেন। একই দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ত্রিপুরা জাতিগোষ্ঠীর সাত সংগঠনের নেতা–কর্মীরা।
আজ বেলা ১১টায় ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে জেলার মানিকছড়িতে বিক্ষোভ মিছিল শুরু করেন ইউপিডিএফ–সমর্থিত ছাত্রসংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতা-কর্মীরা। মিছিলটি মানিকছড়ি সদরের ধর্মঘর এলাকা থেকে শুরু হয়ে বটতলার নিচে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে বক্তারা বলেন, পাহাড় থেকে সমতলে কোথাও নারীরা নিরাপদ নয়। দেশে ধর্ষণের বিচার না হওয়ার কারণে এখন ধর্ষণের মাত্রা বেড়েছে। এ ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসি নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন পিসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য অংহ্লাচিং মারমা, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা, মানিকছড়ি উপজেলা শাখার সদস্য আনু মারমা, হিল উইমেন্স ফেডারেশন সদস্য মনি চাকমা প্রমুখ।
বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ত্রিপুরা জাতিগোষ্ঠীর সাত সংগঠন। আজ দুপুরে জেলার বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের হলরুমে এই সংবাদ সম্মেলন হয়। সংগঠনগুলো হলো বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ ও বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা বলেন, ‘একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক ও রাজনৈতিক রূপ দেওয়ার জন্য একটি দলের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। আমরা প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল; কারণ, মামলা হওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারজনকে গ্রেপ্তার করেছে। আমরা কোনো মহলের প্ররোচনা বা উসকানিতে পা না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, ত্রিপুরা ঐক্য পরিষদের আহ্বায়ক ক্ষনি রঞ্জন ত্রিপুরা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদের আহ্বায়ক ভিক্টর ত্রিপুরা, ত্রিপুরা যুব ঐক্য পরিষদের সভাপতি বিপিন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের খঞ্জন জ্যোতি ত্রিপুরা, ত্রিপুরা যুব সংসদের সভাপতি রূপক ত্রিপুরা, ত্রিপুরা শ্রমিক সংসদের প্রতিষ্ঠাতা পরেশ ত্রিপুরা প্রমুখ।
গত বুধবার রাতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে অভিযোগে খাগড়াছড়িতে মামলা হয়। এ ঘটনায় ওই দিনই চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরমান হোসেন (৩২), সদস্য ইমন হোসেন (২৫) ও এনায়েত হোসেন (৩৫) এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (৩২)। মামলার অন্য দুই আসামি হলেন ভাইবোনছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুনির ইসলাম (২৯) ও ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সোহেল ইসলাম (২৩)। তাঁরা পলাতক আছেন।
বর্তমানে কিশোরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার দুপুরে কিশোরীর বড় বোন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর ছোট বোনের অবস্থা গুরুতর। কিছু খেতে পারছে না। লোকজন দেখলে ভয় আর লজ্জায় কেঁপে উঠছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, চার আসামিকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।