চটপটি খাওয়ার কথা বলে শিশুকে অপহরণ, এক দিন পর লাশ উদ্ধার

অপহরণপ্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণ দাবির এক দিন পর বাইজিদ আকন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার দাপা ইদ্রাকপুর শৈলকুইড়ের সাহাবুদ্দিন হাজির ইটভাটার ঝোঁপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাইজিদের বাবার নাম সাইফুল আকন। তিনি পরিবার নিয়ে ফতুল্লা রেলস্টেশন এলাকায় ভাড়া বাসায় থাকেন।

এর আগে গতকাল সন্ধ্যা সাতটার দিকে পুলিশ বাইজিদ নিখোঁজ হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে ফেরদৌস আলী (২৯) নামের এক যুবককে কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে আটক করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ফেরদৌস আলী করিমগঞ্জের খাকশ্রীর মানিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নিহত বাইজিদ ও আটক ফেরদৌস একই বাড়িতে ভাড়ায় থাকত। গত সোমবার সন্ধ্যার দিকে চটপটি খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিয়ে ফেরদৌস বাসা থেকে বের হয়। রাত ১২টার দিকে ফেরদৌস মুঠোফোনে বাইজিদের বাবাকে জানায়, ছেলেকে জীবিত পেতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে; অন্যথায় তাকে হত্যা করা হবে। বাইজিদের বাবা টাকা দিতে চাইলেও পরে সেই মুঠোফোন নম্বর বন্ধ পান। গতকাল সকালে বাইজিদের বাবা সাইফুল আকন ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফেরদৌসকে আটক করে পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ইটভাটার ঝোঁপ থেকে বাইজিদের মরদেহটি উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজন আটক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।