মাদারীপুরে রাজমিস্ত্রিকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকার হাসপাতালে
মাদারীপুরে তামিম তালুকদার (২২) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত আটটার দিকে মাদারীপুর পৌরসভার ইটেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত তামিম শহরের বাগেরপাড় এলাকার সোহেল তালুকদারের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে ইটেরপুল এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন রাজমিস্ত্রি তামিম। হঠাৎ তিনটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তারা তামিমকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তামিমের ডাক–চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় ওই রাজমিস্ত্রিকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তামিমকে পাঠান চিকিৎসক।
আহত তামিম তালুকদার বলেন, ‘এলাকার এক সিনিয়র ভাইয়ের সঙ্গে দুই দিন ধরে সামান্য বিষয় (মেয়েঘটিত বিষয়) নিয়ে ঝামেলা চলছিল। সেই ভাইয়ের কাছে মাফও চাইছিলাম, কিন্তু সে মাফ করল না। তাঁর লোকজনই এই হামলা চালিয়েছে। আমি গরিব মানুষ, কাজ করে দিন এনে খাই। এ ঘটনার বিচার চাই।’
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিহাব চৌধুরী জানান, তামিমের দুই হাত ও দুই পায়ের বিভিন্ন অংশে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান বলেন, রাজমিস্ত্রির ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ কাজ করছে। সেই সঙ্গে ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।