ইউটার্নের সময় অটোরিকশাকে চাপা দিল বালুবাহী ট্রাক, নিহত ১

দুর্ঘটনার পর ট্রাকটি আটকে রাখে এলাকাবাসী। আজ সকালে ফেনী-নোয়াখালী সড়কের সেনবাগেছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার (মিশুক) এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশাটির চালক। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের আজিজপুর পোলের গোড়া নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাযাত্রীর নাম নজরুল ইসলাম (২৫)। তিনি সেনবাগ উপজেলার জামিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন মোহাম্মদ কিরণ (২০)। তিনিও একই গ্রামের বাসিন্দা। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. রবিন প্রথম আলোকে বলেন, অটোরিকশাটিতে কেবল নজরুল নামের ওই যাত্রী ও চালক কিরণ ছিলেন। সকাল ৯টার দিকে অটোরিকশাটি ফেনী-নোয়াখালী মহাসড়কের আজিজপুর পোলের গোড়ায় ইউটার্ন নিচ্ছিল। এ সময় লক্ষ্মীপুর থেকে আসা একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন নজরুল। আহত হন মিশুকের চালক কিরণ। দুর্ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এসে বালুবাহী ট্রাকটিকে আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।

জানতে চাইলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন। প্রথম আলোকে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহত ব্যক্তির লাশ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।