ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের জন্য এখনো নির্ধারিত মাঠের অনুমতি পায়নি বিএনপি
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত মাঠের অনুমতি পায়নি দলটি। আজ দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ অভিযোগ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সভায় নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে সমাবেশ আয়োজনের ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে ৬ অক্টোবর লিখিতভাবে অনুমতি চাওয়া হয়েছে। তখন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, তাঁরা সমাবেশে সহযোগিতা করবে। তবে এখনো পর্যন্ত সার্কিট হাউস মাঠে সমাবেশ করার কোনো অনুমতি দেয়নি।
আওয়ামী লীগের পাল্টা সমাবেশ আয়োজনের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, ‘শুনেছি আমাদের সমাবেশের আগের দিন আজ ও কাল শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে দুটি পৃথক সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা অনেক দিন আগে আমাদের সমাবেশের ঘোষণা দিয়েছি। সেটি প্রচার হওয়ার পর আওয়ামী লীগের সমাবেশ ডাকা মানে “উসকানি দেওয়া”। যেহেতু আমরা আগে সমাবেশ ডেকেছি, তাই মাঠের ব্যাপারে আমরা সুযোগ পাওয়ার অধিকার রাখি।’
সভায় নজরুল ইসলাম খান আরও বলেন, গত বুধবার চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ হয়েছে। সেখানে তিন দিন আগেই মাঠের অনুমতি দিয়েছে প্রশাসন। ২২ অক্টোবর খুলনায় বিভাগীয় সমাবেশ। সেখানেও ইতিমধ্যে মাঠের অনুমতি দেওয়া হয়েছে। তাহলে ময়মনসিংহে কেন দেওয়া হচ্ছে না! সমাবেশকে বাধাগ্রস্ত করতে ইতিমধ্যে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে পরিবরহন মালিকদের বলা হচ্ছে, যেন বিএনপির নেতা-কর্মীদের যেন সমাবেশে আসতে না দেওয়া হয়। তবে শত বাধা উপেক্ষা করে, পায়ে হেঁটেও হলেও মানুষ সমাবেশে আসবে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির সাবেক সংসদ সদস্য মশিউর রহমান, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মশিউল আলম।
সৈয়দ এমরান সালেহ বলেন, সমাবেশ উপলক্ষে ময়মনসিংহ বিভাগের জেলা, উপজেলা, ইউনিয়ন, এমনকি ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা করা হয়েছে। সমাবেশটি বিভাগীয় হওয়ায় এবং কেন্দ্রীয় কর্মসূচি অংশ হওয়ায় এখানে বিপুল মানুষের আগমন ঘটবে। মূলত এ কারণে সার্কিট হাউস মাঠে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছে।
জানতে চাইলে জেলা পুলিশ সুপার মাছুম আহমদ ভুইঞা বলেন, বিএনপির সমাবেশ আয়োজনের বিষয়ে পুলিশ প্রশাসন একটি আবেদন পেয়েছে। তবে সার্কিট হাউসে সমাবেশ হলে সেখানকার জননিরাপত্তা, যানজট ও জনভোগান্তির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তাই এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।