শিক্ষাসফরের বাসে মদ্যপানের ভিডিও ছড়ানোর পর দুই শিক্ষক বরখাস্ত

মাদারীপুরের শিবচর উপজেলায় শিক্ষাসফরের বাসে শিক্ষক-শিক্ষার্থীদের মদ্যপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দুজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়টির পরিচালনা পর্ষদ ওই দুজনকে গতকাল মঙ্গলবার বরখাস্তের চিঠি পাঠায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ বুধবার প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে মদ্যপান, তাদের মদ পানে উৎসাহিত করা, শিক্ষাসফরের বাসে মদ বহন করাসহ নানা ঘটনার সঙ্গে আমরা দুই শিক্ষকের জড়িত থাকার সত্যতা পেয়েছি। পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে আমরা দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছি। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।’

বিদ্যালয়সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় শিক্ষাসফরে যান ওই বিদ্যালয়ের ১৬ শিক্ষক ও ৪১ শিক্ষার্থী। যাওয়ার সময় বাসের মধ্যেই শিক্ষক–শিক্ষার্থীরা মিলে মদ পান করেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। পরে গত সোমবার বিকেলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়।

বরখাস্ত হওয়ার পর অভিযুক্ত দুই শিক্ষকের মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তাঁরা সাড়া দেননি। বরখাস্ত হওয়ার আগে একজন শিক্ষক প্রথম আলোকে বলেছিলেন, ‘বাসে আমার পরিবারও ছিল। আমরা বাসের মধ্যে থাকা অবস্থায়ই বিষয়টি শুনে মদের বোতলটি নিয়ে আসি। আমি আসলে একা ছিলাম তখন। আর শিক্ষার্থীরা বলেছে, বোতলে মদ ছিল না। বিভিন্ন জিনিস দিয়ে মিক্সার বানাইছে। আমি ওদের শাসন করেছিলাম। এখন আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’

এ ঘটনায় শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খন্দকার মাকসুদুর রহমান বলেন, ছড়িয়ে পড়া ভিডিওটি খুবই আপত্তিকর। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সবকিছু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।