মানিকগঞ্জে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

নিহত কাউসার হোসেনের স্বজনেরা আহাজারি করছেন। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণেছবি: প্রথম আলো

মানিকগঞ্জ সদর উপজেলায় একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ওই মোটরসাইকেলের আরোহী এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জাগির এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরীক্ষার্থীর নাম কাউসার হোসেন (১৬)। সে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। নিহত কাউসার সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকার আবদুর রহমানের ছেলে।

গোলড়া হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ কৃষি বিষয়ে ব্যবহারিক পরীক্ষা ছিল। পরীক্ষায় অংশ নিতে আজ সকালে কাউসার জান্না এলাকা থেকে মোটরসাইকেলে করে মানিকগঞ্জ শহরে যাচ্ছিল। সকাল নয়টার দিকে জাগির এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁর মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাউসার মারা যায়। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে কাউসারের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনার প্রতিবাদে আজ বেলা ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে নিহত কাউসারের বন্ধু, সহপাঠী ও শিক্ষার্থীরা। ট্রাকচালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মিছিলটি বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শেষ হয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।