শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (৫৩ ব্যাচ) সদ্য চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফির সঙ্গে শিক্ষার্থী কল্যাণ বাবদ অতিরিক্ত ছয় হাজার টাকা ধার্য বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন একদল প্রগতিশীল শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে উপাচার্য মো. নূরুল আলমের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূরে তামিম স্রোতের সঞ্চালনায় বক্তব্য দেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবি জানান।

সমাবেশে বিপ্লবী ছাত্র-মৈত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সোমা ডুমরি বলেন, ‘একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর জন্য আগেই আলাদাভাবে টাকা বরাদ্দ করা থাকে। কিন্তু আমাদের আবার কেন কল্যাণ ফি দিতে হবে? বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়কে একটা ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে তৈরি করতে চায়। আমরা তাদের মনে করিয়ে দিতে চাই, বিশ্ববিদ্যালয় কোনো টাকা কামাইয়ের জায়গা নয়। যার বাবা রিকশা চালায়, তার পক্ষে এত টাকা বিশ্ববিদ্যালয় ফি দিয়ে ভর্তি হওয়া সম্ভব নয়। এই বিশ্ববিদ্যালয় যতটা এলিট শ্রেণির, ততটা শ্রমজীবী মানুষেরও।’

সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি শরণ এহসান বলেন, প্রশাসন নতুন বোতলে পুরোনো মদকে আমদানি করার চেষ্টা করছে। আগে বিভাগ উন্নয়ন ফি নামে যে অন্যায্য ফি ছিল, সেটা শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে বাতিল করেছিলেন। বর্তমান প্রশাসন এখন নতুন করে সেটাই শিক্ষার্থী কল্যাণ ফি নামে চালু করেছে। এই অন্যায্য ফি বাতিল করতে হবে।

সমাবেশে সমাপনী বক্তব্যে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের একাংশের সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বলেন, ‘দেশে যে তালবাহানা চলছে, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেগুলো দেখে শিখছে। সরকার যে রকম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরিবর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্ট তৈরি করেছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনও তেমন বিভাগ উন্নয়ন ফির পরিবর্তে শিক্ষার্থী কল্যাণ ফি চালু করছে। প্রশাসনের এসব ভুল সিদ্ধান্তের কারণে আমাদের বারবার রাজপথে নামতে হয়। আজকে আমরা যে মিছিল শুরু করেছি, এটা সামনে আরও বড় হবে। নবীন শিক্ষার্থীদের জন্য সুন্দর একটি ক্যাম্পাস রেখে যাওয়ার জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি ফি-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, গত বছরের তুলনায় এবার ভর্তি ফির সঙ্গে শিক্ষার্থী কল্যাণ ফি বাবদ অতিরিক্ত ছয় হাজার টাকা ধার্য করা হয়েছে।