থানা চত্বরে সাংবাদিককে মারধর, তরুণ আটক

আটক
প্রতীকী ছবি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক তরুণের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে মাদারগঞ্জ থানা চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত তরুণকে আটক করেছে।

মারধরের শিকার হওয়া সাংবাদিককের নাম মোহাম্মদ শাহীন। তিনি দৈনিক কালবেলা পত্রিকার মাদারগঞ্জ উপজেলার সংবাদদাতা হিসেবে কর্মরত। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত তরুণের নাম মারুফ হাসান (২২)। তিনি উপজেলার জোনাইল পক্ষীমারি এলাকার বাসিন্দা। তিনি একজন মাদকসেবী হিসিবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

সাংবাদিক মোহাম্মদ শাহীন প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলের দিকে তিনি জানতে পারেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ওই সংবাদের তথ্য সংগ্রহের জন্য উপজেলার জোনাইল পক্ষীমারি এলাকার একটি ইটভাটায় যান। কিন্তু সেখানে কাউকেই পাননি। ইটভাটায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ মারুফ হাসান তাঁর ওপর হামলা চালানোর চেষ্টা করেন। সেখানে থাকা শ্রমিকেরা তাঁকে থামান। তারপরও তিনি তেড়ে আসছিলেন। বাধ্য হয়ে তিনি পুলিশকে বিষয়টি জানান।

মোহাম্মদ শাহীন বলেন, ‘পরে পুলিশ গিয়ে মারুফকে আটক করে। সঙ্গে আমাকেও থানায় যেতে বলে। থানা চত্বরে পুলিশ গাড়ি থেকে তাঁকে নামিয়ে নিয়ে যাচ্ছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি আমার নাকে ঘুষি মারেন। এতে আমার নাক ফেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। পরে পুলিশের সদস্যরা আমাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’

জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার প্রথম আলোকে বলেন, সাংবাদিককে মারধরের জন্য তেড়ে যাওয়ার সংবাদের ভিত্তিতে ওই তরুণকে আটক করে থানায় আনা হচ্ছিল। এ সময় ওই সাংবাদিকও কাছেই ছিলেন। সেই সুযোগে হঠাৎ করেই ওই সাংবাদিককে একটি ঘুষি মেরে বসেন। ওই তরুণ পুলিশি হেফাজতেই রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।