দেবীদ্বারে বিএনপির ইউনিয়ন ও পৌর ওয়ার্ড কমিটির ৪৭ নেতার পদত্যাগ

কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়ন ও দেবীদ্বার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কমিটি থেকে ৪৭ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সীর বাসভবনে সংবাদ সম্মেলন করে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।

এসব নেতা অভিযোগ করেন, দলের ত্যাগী নেতা–কর্মীদের না জানিয়ে গঠনতন্ত্র পরিপন্থী কমিটি গঠন ও আওয়ামী লীগের নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁরা পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা নেতাদের মধ্যে আছেন সুবিল ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো. আবদুর রাজ্জাক, মো. হাবিবুর রহমান, মো. খোকন মিয়া, মো. আবদুল লতিফ এবং দেবীদ্বার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ।

মঞ্জুরুল আহসান মুন্সী প্রথম আলোকে বলেন, ‘কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে বিএনপির পরিচিত কোনো নেতা নেই। আবার ত্যাগী নেতাদেরও মূল্যায়ন করা হয়নি। এটা দেখে তাঁরা আমার সঙ্গে কথা বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী। তিনি প্রথম আলোকে বলেন, ‘যাঁদের দিয়ে কমিটি গঠন করেছি, তাঁরা বিএনপির ত্যাগী নেতা।’

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আতিকুর রহমান।

এ সময় তিনি বলেন, ২২ মে সুবিল ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে গঠনতন্ত্র না মেনে ৪২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করা মো. গোলাম জোবাইরকে। এ ছাড়া যাঁরা অতীতে বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন এবং আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে সুবিধা ভোগ করে আসছেন, তাঁরা কমিটিতে স্থান পেয়েছেন।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নূর মোহাম্মদ সংবাদ সম্মেলনে বলেন, ‘দলে কার অবদান বেশি, এসব বিবেচনায় না নিয়ে কমিটি গঠন করা হয়। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাই আমরা পদত্যাগ করেছি।’