খাগড়াছড়িতে বিএনপির শোকমিছিলে পুলিশের বাধা

খাগড়াছড়িতে পুলিশের বাধার মধ্য দিয়ে বিএনপির শোকমিছিল ও সমাবেশ হয়েছে। আজ দুপুরে শহরের ভাঙ্গাব্রিজ এলাকায়
ছবি: প্রথম আলো

খাগড়াছড়িতে পুলিশের বাধার মধ্য দিয়ে বিএনপির শোকমিছিল ও সমাবেশ হয়েছে। গত মঙ্গলবার লক্ষ্মীপুরে পদযাত্রা কর্মসূচি পালনকালে কৃষক দলের এক কর্মীকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকা থেকে একটি শোকমিছিল বের হয়। বিএনপির নেতা-কর্মীরা শোকমিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে যেতে চাইলে ভাঙ্গাব্রিজ এলাকায় পুলিশ বাধা দেয়। পরবর্তী সময়ে সেখানে দাঁড়িয়ে বিএনপি সমাবেশ করে।

আরও পড়ুন

সমাবেশ থেকে খাগড়াছড়িতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর বন্ধ না হলে এবং পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হলে পাল্টা হামলার জন্য প্রস্তুত থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। আজ থেকে প্রত্যেক এলাকায় সন্ত্রাসীদের প্রতিরোধে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে নেতা-কর্মীরা আক্রান্ত হবে, সেখানে পাল্টা হামলা হবে। আর কোনো ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন

ওয়াদুদ ভূঁইয়া পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকারের মেয়াদ ফুরিয়ে এসেছে। কাজেই তাদের অবৈধ কাজে সহযোগিতা করবেন না।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের উপজাতিবিষয়ক সম্পাদক পারদর্শী বড়ুয়া, জেলা বিএনপি সহসভাপতি কংচাইরী মাস্টার, ক্ষেত্রমোহন রোয়াজা, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, দপ্তর সম্পাদক বাপ্পি দাশ প্রমুখ।

শোকমিছিলে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রাখতে বিএনপির নেতা-কর্মীদের শাপলা চত্বরের দিকে আসতে বাধা দেওয়া হয়েছে। তবে ভাঙ্গাব্রিজ এলাকায় তাঁরা শান্তিপূর্ণ সমাবেশ করেছেন।

গত মঙ্গলবার লক্ষ্মীপুরে পদযাত্রা কর্মসূচি পালনকালে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষের মধ্যে নিহত হন কৃষক দলের কর্মী মো. সজীব হোসেন (৩০)। এ হত্যার প্রতিবাদে আজ সারা দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোকমিছিল করেছে দলটি।