রাজশাহীর পবায় দরপত্র জমা নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২৫ জন
রাজশাহী পবা উপজেলার হাট-বাজারের দরপত্র জমা নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে নগরের শাহমখদুম থানায় মামলা করেন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মো. কায়সার আলম। এই মামলায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মো. কায়সার আলম বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। তাঁরা সবাইকে চেনেন না। এ কারণে ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
এর আগে গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে হাট–বাজারের ইজারার দরপত্র জমা দিতে এসে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ৮-১০টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ছোড়া হয় কয়েক রাউন্ড গুলি। এ সময় বাক্স ভেঙে দরপত্র লুট করা হয়। উপজেলা চত্বরে একটি তাজা ককটেল বিকেল পর্যন্ত পড়েছিল।
সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে আহত হয়ে শাকিলুর রহমান নামের এক যুবদল নেতা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শাকিলুর রাজশাহী নগরের শাহমখদুম থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক। সংঘর্ষের পর উপজেলার প্রশাসন হাট–বাজার ইজারার কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ–সংক্রান্ত একটি নোটিশও জারি করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, সংঘর্ষের ঘটনার রাতে মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত এজাহার হাতে পাননি তিনি।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন বলেন, দরপত্র জমা দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করে আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করবে।