কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে বহিষ্কার

মো. রিপন হোসেন
ছবি: সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া কুমারখালী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. রিপন হোসেনকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার দুপুরে সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক মো. হাসিবুর রহমান ও সদস্যসচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড ও জুলাইয়ের চেতনার পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকায় কুমারখালী শাখার যুগ্ম আহ্বায়কের পদ থেকে মো. রিপন হোসেনকে বহিষ্কার করা হলো। পাশাপাশি উপজেলার সব সহযোদ্ধার প্রতি সাংগঠনিক শৃঙ্খলা ও জুলাইয়ের চেতনা পরিপন্থী কাজে লিপ্ত না হওয়ার জন্যও সতর্ক করা হলো।

এ ব্যাপারে রিপন হোসেন বলেন, ‘মনগড়া অভিযোগের ভিত্তিতে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে বহিষ্কার করা হয়েছে। সঠিক তথ্য–প্রমাণের ভিত্তিতে অভিযোগটির পুনরায় তদন্তের দাবি জানাই।’

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, বিধবা ভাতার জন্য টাকা চাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে রিপন হোসেনকে বহিষ্কার করা হয়েছে। আমরা ছোটখাটো ইস্যু বা কোনো অপরাধকে ছাড় দিচ্ছি না।’

গত ২২ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ১৬৩ সদস্যের আহ্বায়ক কমিটিতে রিপন হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল।