ওয়াজ শুনে ফেরার পথে ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে মাথা বিচ্ছিন্ন
ওয়াজ শুনে যশোর থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টায় স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে শ্যামনগর উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পাতড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম আবদুর রশিদ গাজী (৭২)। স্ত্রীর নাম নয়তোন বিবি (৬৫)। তাঁদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চাঁদখালী গ্রামে।
স্ত্রী নয়তোন বিবি বলেন, তাঁরা ইঞ্জিনচালিত ভ্যানে করে শ্যামনগর উপজেলার বংশীপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাতড়াখোলা নামক স্থানে তাঁর স্বামীর গলার মাফলার চাকায় পেঁচিয়ে শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়।
ঘটনাস্থল থেকে স্থানীয় যুবক জান্নাতুল নাঈম জানান, গতকাল শুক্রবার রাতে যশোরের শহরতলি পুলেরহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনে সকালে স্ত্রী নয়তোন বিবিকে নিয়ে বাড়িতে ফিরছিলেন নিহত আবদুর রশিদ গাজী। যশোর থেকে বাসে করে শ্যামনগর উপজেলার বংশীপুর মোড়ে নামেন তাঁরা। এরপর বংশীপুর থেকে ভ্যানে করে বাড়ির উদ্দেশে রওনা হন। পাতড়াখোলা মসজিদের সামনে পৌঁছালে অসাবধানতাবশত তাঁদের বহনকারী ব্যাটারিচালিত ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস লেগে শরীর থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবেদন করায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।