পটুয়াখালীর সাবেক সংসদ সদস্য শাহজাহান খান মারা গেছেন
পটুয়াখালী জেলা বিএনপির নেতা ও পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মু. শাহজাহান খান (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শাহজাহান খান পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
শাহজাহান খানের বড় ছেলে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান প্রথম আলোকে বলেন, ৫ নভেম্বর ছিল বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ। ৪ নভেম্বর সন্ধ্যার পর তাঁর বাবা দলের নেতা–কর্মী নিয়ে কয়েকটি মোটরসাইকেলে করে বরিশালে যাচ্ছিলেন। পথে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে তাঁর বাবাসহ কয়েক নেতা–কর্মীকে আহত করেন। এরপর তাঁর বাবা পটুয়াখালীতে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিতে থাকেন। শারীরিক অবস্থার অবনতি হলে ২২ নভেম্বর তাঁকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সকালে তিনি মারা যান।
এদিকে শাহজাহান খানের মৃত্যুতে পটুয়াখালীতে জেলা বিএনপি শোক প্রকাশ করেছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব স্নেহাংশু সরকার বলেন, শাহজাহান খান ছিলেন একজন প্রবীণ রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে একজন গুণী ও প্রবীণ নেতাকে হারাল দল।