নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে যুবক নিহত

মরদেহপ্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলায় আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে শরিফ উদ্দিন নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের দৌলতকান্দি রেলস্টেশনসংলগ্ন সূর্যের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক শরিফ উদ্দিন (৩০) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

দৌলতকান্দি স্টেশনমাস্টার মানিক হোসেন জানান, গতকাল রাত আটটার দিকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দৌলতকান্দি রেলস্টেশনসংলগ্ন সূর্যের মোড় এলাকা পার হচ্ছিল। ওই সময় ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই যুবক। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওই যুবক ট্রেনের ছাদ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন বলে জানান রায়পুরার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নুরউদ্দীন জাহাঙ্গীর। তিনি বলেন, হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। লাশ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহুরুল ইসলাম বলেন, ওই যুবকের পরিবারের সদস্যরা খবর পেয়ে ফাঁড়িতে যান। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।