কমলনগরে ছাত্রলীগের বিরুদ্ধে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরের কমলনগরে ভাঙচুর হওয়া চরমার্টিন ইউনিয়ন বিএনপির কার্যালয়। গতকাল রাতে
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরের চৌধুরী বাজারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৯টার দিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা চৌধুরী বাজারে বিক্ষোভ মিছিল করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গিয়াস উদ্দিন মাহমুদ বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলালের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন লোক চৌধুরী বাজারে চরমার্টিন ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করেন। তাঁরা কার্যালয়ের চেয়ার, টেবিলসহ আসবাব ভেঙে তছনছ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের নেতা তারেক রহমান রকি ছাত্রলীগকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এর প্রতিবাদে আমরা সমাবেশ করেছি। তবে তাঁদের দলীয় কার্যালয় আমরা ভাঙচুর করিনি।’

২৫ আগস্ট বিকেলে কমলনগরের চরমার্টিন ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় ইউপি সদস্য তারেক রহমান রকি ছাত্রলীগকে উদ্দেশ করে বক্তব্য দেন। তাঁর বক্তব্যকে ঘিরে দুই দিন ধরে উপজেলায় আলোচনা ও সমালোচনা চলছে বলে জানান স্থানীয় লোকজন। অনেকের ধারণা, এর জেরেই কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান প্রথম আলোকে বলেন, ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা বের করার চেষ্টা করা হচ্ছে।