ভাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

মাহমুদুর রহমান
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় মাহমুদুর রহমান ওরফে তুরান (৩৩) নামের এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

হামলার শিকার মাহমুদুর রহমান ‘দৈনিক অবজারভার’ পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি কাপুড়িয়া সদরদী এলাকার মাহবুবুর রহমানের ছেলে। আহত অবস্থায় তাঁকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মাহমুদুর রহমান বলেন, ঢাকায় যাওয়ার জন্য তিনি মহাসড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় কাপুড়িয়া সদরদী এলাকার কয়েকজন সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মো. আকতারুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁর শরীরে কিলঘুষির চিহ্ন আছে। তবে আঘাত গুরুতর নয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা করছে পুলিশ।