ফেনীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, আরোহী স্কুলছাত্র নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফেনীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম আশরাফুল ইসলাম (১৫)। সে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের ছেরাজুল হক বাচ্চুর ছেলে। স্থানীয় পাঁচগাছিয়া এ জেড খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল আশরাফুল।

গতকাল শুক্রবার রাত নয়টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাঁচগাছিয়া বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, গতকাল রাত নয়টার দিকে আশরাফুল মোটরসাইকেল নিয়ে বাবার কাছে পাঁচগাছিয়া বাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্কুলছাত্র আশরাফুলসহ দুই মোটরসাইকেলে থাকা চারজন ছিটকে পড়ে আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে ভর্তি আছে।

খবর পেয়ে আশরাফুলের বাবা ছেরাজুল হকসহ স্বজনেরা হাসপাতালের মর্গের সামনে যান। বাবা বলেন, তাঁদের দুই ছেলের মধ্যে বড় ছেলে সৌদি আরবে থাকেন। দুই মাস আগে বড় ছেলে সেখানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন। ছোট ছেলে দুর্ঘটনায় মারা গেল।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আশরাফুলের লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। তার পরিবার কারও বিরুদ্ধে মামলা করতে চায় না।