খুব ভালোভাবে ভোট হচ্ছে, সবার ভোট দেওয়া উচিত: মাশরাফি

নড়াইল পৌরসভার আলাদাতপুরে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন মাশরাফি। আজ মঙ্গলবার দুপুরেছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘খুব ভালোভাবে ভোট হচ্ছে। কোথাও কোনো সমস্যা হয়নি। কোনো গন্ডগোল হয়নি, মারামারির খবর পাই নাই। এটা আমাদের জন্য স্বস্তির।’

আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটায় নড়াইল পৌরসভার আলাদাতপুরে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘ভোটের সময় প্রায় শেষ। আশা করছি, বাকি যে সময় আছে ভালোভাবেই যেন ভোট প্রদান শেষ হয়। আমাদের সবারই ভোট দেওয়া উচিত। সেই চিন্তা করেই ভোট দিয়ে গেলাম। খুব ভালো লাগছে। আর আশা করি, সব ভালোভাবেই শেষ হবে।’

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নড়াইলে সদর ও লোহাগড়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত দুটি উপজেলার ১৯৭টি কেন্দ্র ভোট গ্রহণ করা হয়। দুই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন