বগুড়ায় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর দেহরক্ষী হিসেবে পরিচিত, শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ওমর ফারুককে (৩৮) দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। দুই হাতে রামদাসহ একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ডোমনপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশ বলছে, দেশি অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন ওমর ফারুক। গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ডোমনপুকুর দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় যেকোনো অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিমের সঙ্গে দেখা যেত ওমর ফারুককে। সংসদ সদস্যের প্রভাব খাটিয়ে তিনি দেশি অস্ত্র নিয়ে এলাকার বিভিন্ন জায়গায় অবৈধভাবে প্রভাব বিস্তার করতেন। সংসদ সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় কেউ প্রতিবাদ করার সাহস পান না। সম্প্রতি রামদা হাতে ওমর ফারুকের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর বলেন, ওমর ফারুক সংসদ সদস্য রেজাউল করিমের ঘনিষ্ঠ সহযোগী। সংসদ সদস্যের প্রভাব খাটিয়ে নানা বিতর্কিত কর্মকাণ্ড করতেন তিনি। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল হক বলেন, মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি এখনো অনুমোদন করা হয়নি। প্রস্তাবিত কমিটিতে সহসভাপতির পদে নাম আছে তাঁর।

বগুড়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোস্তাফিজ হাসান বলেন, ওমর ফারুক দেশি অস্ত্র প্রদর্শন করে স্থানীয়ভাবে ভয়ভীতি দেখাতেন, এমন অভিযোগের ভিত্তিতে দুটি দেশি অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।