১০ বছর পর কাল কক্সবাজারে যাচ্ছেন বিএনপি নেতা সালাহউদ্দিন
কাল বুধবার কক্সবাজারে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। জেলার পেকুয়া সদরে তাঁর বাড়ি। দীর্ঘ ১০ বছর ২ মাস ১৪ দিন পর নিজ এলাকায় যাওয়াকে কেন্দ্র করে দুটি গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় বিএনপি।
কাল দুপুরে ঢাকা থেকে উড়োজাহাজে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে সালাহউদ্দিন আহমেদের। এরপর দলের নেতা-কর্মীরা মোটর শোভাযাত্রা করে তাঁকে পেকুয়ায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। যাওয়ার পথে চকরিয়া বাস টার্মিনাল ও পেকুয়া আউটার স্টেডিয়ামে পৃথক দুটি গণসংবর্ধনা অনুষ্ঠান হবে।
সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়টি জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘দুটি সংবর্ধনা অনুষ্ঠানে অন্তত পাঁচ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আমরা আশাবাদী। নেতাকে (সালাহ উদ্দিন) বরণ করতে টেকনাফ, উখিয়া, রামু, ঈদগাঁও, চকরিয়া, পেকুয়াসহ জেলার বিভিন্ন স্থানে ব্যাপক প্রস্তুতি চলছে।’
সর্বশেষ ২০১৪ সালের ১৪ জুন কক্সবাজারে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদ। ২০১৫ সালের ১০ মে রাতে রাজধানীর উত্তরার একটি ভবন থেকে তিনি নিখোঁজ হন। দুই মাস একদিন পর ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গলফ কোর্স ময়দান থেকে উদ্ধার হন তিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের কয়েক দিন পর সালাহউদ্দিন আহমেদ ঢাকায় ফিরে আসেন। এরপর কুমিল্লাসহ কয়েকটি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন।
সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ ( চকরিয়া-পেকুয়া) আসন থেকে দুইবার ( ১৯৯৬ ও ২০০১) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর স্ত্রী হাসিনা আহমেদও একবার (২০০৮) সংসদ সদস্য নির্বাচিত হন।
বিএনপির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ ( সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, সালাহউদ্দিন আহমেদকে বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি জনগণের উদ্দেশ্যে কী বার্তা দেন তা শোনার অপেক্ষায় রয়েছেন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী প্রথম আলোকে বলেন, সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি চলে যাবেন আগুনে পুড়ে ফেলা জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। নেতাকে অভিনন্দন জানিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে পেকুয়া বাজার পর্যন্ত অন্তত ১০০ কিলোমিটার সড়কে ৮ শতাধিক তোরণ নির্মাণের পাশাপাশি অসংখ্য ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে। সালাহউদ্দিন আহমেদকে বরণ করতে জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলামকে আহ্বায়ক করে ১০১ সদস্যের শৃঙ্খলা কমিটিও গঠন করা হয়েছে।
ইউসুফ বদরী বলেন, এবারের সফরে সালাহউদ্দিন আহমেদ পেকুয়ার নিজ বাড়িতে সপ্তাহখানেক অবস্থান করতে পারেন। এ সময় তিনি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং নিহত ব্যক্তিদের কবর জিয়ারত করবেন। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।