গাজায় গণহত্যার প্রতিবাদ সমাবেশে এসে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

শেখ দিদারুল হোসেনছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে খুলনায় সমাবেশে এসে অসুস্থ হয়ে পড়ে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরের শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া বিএনপি নেতার নাম শেখ দিদারুল হোসেন (৫৯)। তিনি ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও খর্ণিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা ও বিএনপি নেতারা জানান, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ দিদারুল হোসেন নেতা-কর্মীদের নিয়ে বৃহস্পতিবার খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে নগরের শিববাড়ী মোড়ে সমাবেশে অংশ নেন। বিকেল পাঁচটার দিকে হঠাৎ হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ অসুস্থ হয়ে পড়েন। নেতা–কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেন, ডুমুরিয়া থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মীর সঙ্গে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দলীয় কর্মসূচিতে এসেছিলেন। মঞ্চের ডান পাশে জনতার কাতারে থেকে তিনি বক্তৃতা শুনছিলেন। হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জনপ্রিয় ইউপি চেয়ারম্যান দিদারুলের মৃত্যুতে জেলা বিএনপির অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।

শেখ দিদারুল হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি নেতারা। শোক বিবৃতিতে স্বাক্ষর করা নেতারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্যসচিব শেখ আবু হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোমরেজুল ইসলাম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ, চৌধুরী হাসানুর রশীদ।