সিদ্ধিরগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনি, যুবক নিহত

মারধর
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মিলন (৩৫) সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা একটার দিকে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় মোটরসাইকেলে করে মিলনসহ তিনজন ব্যক্তি স্থানীয় বাসিন্দা শাহজাহানকে দুটি রামদা দিয়ে হামলার চেষ্টা চালান। এ সময় স্থানীয় লোকজন মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেন। পরে ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ মিলনকে আটক করা হয়। অন্য দুজন পালিয়ে যান। গণপিটুনিতে মিলন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান, স্থানীয় জনতা এক দুষ্কৃতকারীকে আটক করে গণপিটুনি দিয়েছেন। তাঁর হাত-পায়ে জখম হয়েছে। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, নিহত মিলন চুরি, ডাকাতিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর ও তাঁর অনুসারীদের অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় জনতার গণপিটুনিতে মিলনের মৃত্যু হয়েছে। নিহত মিলনের বিরুদ্ধে ডাকাতি, সন্ত্রাস দমন আইনসহ চুরির অভিযোগে চারটি মামলা রয়েছে। গণপিটুনিতে হত্যার ঘটনায় হত্যা মামলা করা হবে।