কুমিল্লায় সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

বিএসএফের গুলিতে নিহত আনোয়ার হোসেনছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার জামতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে বুড়িচং উপজেলার পাচোড়া এলাকায় পতাকা বৈঠকের পর বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।

আজ রোববার সকাল আটটায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে নিহত হন আনোয়ার হোসেন (৫০)। তিনি বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। তাঁর স্ত্রী ও চার সন্তান রয়েছে। ঘটনার ১০ ঘণ্টা পর আনোয়ারের লাশ পেয়ে তাঁর পরিবারের সদস্যরা কান্নায় আহাজারি করতে থাকেন।

৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, আজ সকালে আনোয়ার হোসেন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েন। এতে আনোয়ার গুলিবিদ্ধ হয়ে মারা যান।

স্থানীয় বাকশীমুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কাশেম বলেন, আজ সকাল আটটায় স্থানীয় ব্যক্তিরা জামতলা উত্তর পাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান। তিনি স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে জানতে পারেন, ভারত থেকে চিনি আনতে গিয়ে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। পরে স্থানীয় শংকুচাইল ক্যাম্পের বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে তিনি সীমান্ত এলাকায় যান।

আরও পড়ুন

ইউপি সদস্য কাশেম আরও জানান, বিকেলে পাঁচটায় বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোড়া এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে আনোয়ারের লাশ হস্তান্তর করে বিএসএফ। বিজিবির সদস্যরা আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করার পর বুড়িচং থানা–পুলিশের কাছে হস্তান্তর করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসানাত জানান, পুলিশ আনোয়ার হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।