দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা ক‌রে সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা

দিনাজপু‌রে জিপিএ–৫ পাওয়া কৃ‌তী শিক্ষার্থীদের সংবর্ধনায় তারা মিথ্যা, মাদক ও মুখস্থকে না বলে। মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুর গোর এ শহীদ ময়দানে
ছবি: প্রথম আলো

এখন সময় বাংলাদেশকে গড়ার। দেশ‌কে জান‌তে হ‌বে, ইতিহাস জান‌তে হ‌বে। আজ যারা কৃ‌তি শিক্ষার্থী হি‌সে‌বে এখা‌নে উপস্থিত, তারাই আগামীতে দে‌শ গড়‌তে নেতৃত্ব দেবে। নকল কিংবা মুখস্থ নয়, লেখাপড়াকে কর‌তে হ‌বে আত্মস্থ। আজ মঙ্গলবার সকা‌লে দিনাজপুর গোর এ শহীদ ময়দানে শি‌খো-প্রথম আলো আ‌য়ো‌জিত জি‌পিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী‌দের সংবর্ধনা অনুষ্ঠা‌নে বক্তারা এসব কথা ব‌লেন।

আজ সকা‌ল থে‌কে মুষলধা‌রে বৃ‌ষ্টি। সেই বৃ‌ষ্টি উপেক্ষা ক‌রে শিক্ষার্থীরা অনুষ্ঠান ম‌ঞ্চের সাম‌নে জ‌ড়ো হ‌তে থা‌কে। কেউ সেল‌ফি তুলতে ব্যস্ত। কেউ নিবন্ধনের আমন্ত্রণ কার্ড হাতে নিয়ে বু‌থের সাম‌নে লাইনে দাঁড়ি‌য়ে উপহারসামগ্রী গ্রহণ কর‌ছে। সবার মু‌খে হা‌সির ঝি‌লিক। পরস্পরের গলাগ‌লি, জ‌ড়ি‌য়ে ধ‌রে উচ্ছ্বাস প্রকাশ।

সকাল ৯টার দিকে দিনাজপুর সার‌দ্বেশ্বরী বা‌লিকা উচ্চবিদ্যালয়, সেন্ট ফি‌লিপস হাইস্কুল ও বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। ১ হাজার ৮৭০ শিক্ষার্থী নিবন্ধন ক‌রে‌ছে।

সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

সকা‌লে দিনাজপু‌রের হা‌কিমপুর উচ্চবিদ্যালয় থে‌কে অনুষ্ঠা‌নে উপ‌স্থিত হ‌য়ে‌ছে শ্রেয়সী রায়। সঙ্গে ছয় বন্ধু ও বাবা। শ্রেয়সী ব‌লে, ‘খুবই ভা‌লো লাগ‌ছে। পরীক্ষার প‌রে বন্ধু‌দের সঙ্গে আর দেখা হয়‌নি। অনেক দিন পর একসঙ্গে হ‌য়ে খুবই ভা‌লো লাগ‌ছে। বাবাও এসেছেন সঙ্গে। সুন্দর আ‌য়োজ‌নে উপস্থিত হ‌তে পে‌রে অনেক খু‌শি লাগ‌ছে।’

বীরগঞ্জ মেমোরিয়াল শিক্ষা নিকেতন থেকে এসেছে তমা রায়। সে বলল, ‘অনলাইনে নিবন্ধন করেছিলাম। বন্ধুদের কয়েকজন রংপু‌রে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দি‌তে গে‌ছে। সকা‌লে অনেক বৃ‌ষ্টি ছিল। খালামণির সঙ্গে অনুষ্ঠা‌নে এসেছি। খুবই ভালো লাগছে।’

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন দিনাজপুর শিক্ষা বো‌র্ডের চেয়ারম্যান স ম আবদুস সামাদ আজাদ, দিনাজপুর সরকা‌রি ক‌লে‌জের অবসরপ্রাপ্ত শিক্ষক জলিল আহ‌মেদ, বীরগঞ্জ সরকা‌রি ক‌লে‌জের অধ্যক্ষ মাসুদুল হক, ডায়া‌বে‌টিস বি‌শেষজ্ঞ ডি‌সি রায়, শিক্ষক ফজলুর রহমান, রায়হানুল ইসলাম, শাহজাহান সাজু, প্রথম আলোর প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, এম আর আলম ও রা‌জিউল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনার দা‌য়ি‌ত্বে ছি‌লেন দিনাজপুর বন্ধুসভার সভাপ‌তি মু‌নিরা শাহানাজ চৌধুরী। আ‌য়োজন সফল ক‌রতে কাজ ক‌র‌ছেন দিনাজপুর, পা‌র্বতীপুর, সৈয়দপুর, নীলফামারী ও হাজী দা‌নেশ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা।