গাজীপুরে এক হিজড়াকে ছুরিকাঘাতে হত্যা

লাশ
প্রতীকী ছবি

গাজীপুরে অজ্ঞাতনামা এক হিজড়াকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা উচ্চবিদ্যালয়ের পাশের একটি গলি থেকে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর আনুমানিক বয়স ৪০ বছর।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরে স্থানীয় লোকজন চান্দনা উচ্চবিদ্যালয়ের পাশের একটি গলিতে এক হিজড়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বাসন থানা-পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত হিজড়ার বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই হিজড়াকে ছুরিকাঘাত করে হত্যা করে ওই স্থানে লাশ ফেলে পালিয়ে গেছে। স্থানীয় লোকজন বলছেন, ওই হিজড়া গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন থেকে টাকা তুলছেন।

গাজীপুর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান বলেন, ওই হিজড়ার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কে বা কারা হত্যা করেছেন, সে বিষয়ে তদন্ত চলছে।