কারাগারে বন্ধুত্ব, জামিনে বেরিয়ে বন্ধুর পরিবারের সঙ্গে প্রতারণার চেষ্টা

ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ
ছবি: প্রথম আলো

ভিন্ন দুটি মামলায় কারাগারের একই সেলে বন্দী ছিলেন আনোয়ার হোসেন ও মোস্তাফিজুর রহমান। সেখানেই দুজনের সখ্য গড়ে ওঠে। কারাগারে থাকা অবস্থায় আনোয়ারের পরিবার ও মামলা সম্পর্কে বিস্তারিত জেনে নেন মোস্তাফিজুর।

সম্প্রতি কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন মোস্তাফিজুর। গতকাল সোমবার মোস্তাফিজুর নিজেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে আনোয়ারের বাড়িতে যান। এরপর আনোয়ারের স্ত্রীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। তবে আনোয়ারের স্ত্রী ও এলাকাবাসীর সন্দেহ হলে তাঁরা মোস্তাফিজুরকে পুলিশে সোপর্দ করেন।

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। গতকাল রাতেই এ ঘটনায় তারাগঞ্জ থানায় মামলা হয়েছে। মোস্তাফিজুর রহমান রংপুরের হাজিরহাট মেট্রোপলিটন থানার মধ্য অভিরামপুর শুকানচৌকি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর বড়বাড়ি এলাকার আনোয়ার হোসেন ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়ে একই কারাগারে ছিলেন মোস্তাফিজুর। সেখানে তাঁদের দুজনের পরিচয় হয়। কারাগারে একে অপরের মামলা, পরিবার সম্পর্কে আলোচনা হয়। পরে জামিনে কারাগার থেকে বেরিয়ে মোস্তাফিজুর প্রতারণার পরিকল্পনা করেন।

শামীমা বেগম বলেন, গতকাল বেলা ২টার দিকে মোস্তাফিজুর নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁদের বাড়িতে যান। এরপর আনোয়ার সঙ্গে তাঁর স্বামীর মামলা নিয়ে আলোচনা করেন মোস্তাফিজুর। একপর্যায়ে মোস্তাফিজুর মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করেন। এতে তাঁর সন্দেহ হলে তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান। পরে প্রতিবেশীরা মোস্তাফিজুরকে আটক করেন।

বেলা সাড়ে ৩টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোস্তাফিজুরকে আটক করে। পরে রাত ৮টার দিকে শামীমা বেগম বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা করেন।

জানতে চাইলে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে বলেন, ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা দাবির অভিযোগে মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।