প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে বাসের চাপায় প্রকৌশলীর মৃত্যু

সঞ্জীব কুমার হালদার
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে বাসচাপায় সঞ্জীব কুমার হালদার (৪০) নামের একজন কম্পিউটার প্রকৌশলীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পলাশডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জীব কুমার হালদার উপজেলার মাটিভাঙ্গা  ইউনিয়নের বরইবুনিয়া গ্রামের জনার্ধন হালাদারের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে সঞ্জীব কুমার নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চিকিৎসক দীপঙ্কর নাগের প্রচার শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন অন্য একজন। রাত সাড়ে নয়টার দিকে পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা একটি বাসকে জায়গা দিতে গিয়ে সড়কের পাশে পড়ে যায় মোটরসাইকেলটি। এ সময়ে মোটরসাইকেলের পেছনে বসে থাকা সঞ্জীব কুমার হালদার সড়কের ওপর পড়লে বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শিপন পাল বলেন, সঞ্জীব কুমার হালদারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।