ঢাকাস্থ রামু সমিতির ‘আজীবন সম্মাননা ২০২৩’ পেলেন চার গুণীজন

ঢাকাস্থ কক্সবাজারের রামু সমিতির ‘আজীবন সম্মাননা ২০২৩’ পেয়েছেন চার গুণীজন। তাঁরা হলেন বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোমেন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার, রামু উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল মনসুর ও রামু সমিতির সাবেক সভাপতি নূর মোহাম্মদ
ছবি: প্রথম আলো

ঢাকাস্থ কক্সবাজারের রামু সমিতির ‘আজীবন সম্মাননা ২০২৩’ পেয়েছেন চার গুণীজন। তাঁরা হলেন বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোমেন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার, রামু উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল মনসুর ও রামু সমিতির সাবেক সভাপতি নূর মোহাম্মদ।

গত শুক্রবার রাজধানীর অদূরে কেরানীগঞ্জের একটি রিসোর্টে ঢাকাস্থ রামুবাসীদের মিলনমেলা ও রামু উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়। সেখানে গুণীজনদের সম্মাননা জানানো হয়েছে। একসময়ের ‘হলুদ ফুলের রাজ্য’ রামুকে প্রাধান্য দিয়ে তৈরি হয় ‘রামু উৎসব ২০২৩’–এর মোড়ক। উৎসবে তা উন্মোচন করা হয়।

রামু সমিতি ঢাকার সভাপতি মাফরুহা সুলতানার সভাপতিত্বে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজন কমিটির আহ্বায়ক মোমিনুর রশিদ আমিন ও সমিতির সাধারণ সম্পাদক সাইমুল আলম চৌধুরী।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক সিনিয়র সচিব ও কক্সবাজার সমিতির সভাপতি হেলালুদ্দীন আহমেদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমেদ, সাবেক সচিব আ ম ম নাসির উদ্দিন, হাইকোর্টের আইনজীবী মিজান সাইদ ও প্রশান্ত ভূষণ বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সহসভাপতি সুজন শর্মা ও সাংগঠনিক সম্পাদক মোহিব্বুবুল মোক্তাদীর তানিম।

শেষে ঐতিহ্যবাহী মেজবানি ভোজ, প্রকাশনা মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে বর্ণাঢ্য আয়োজনের।