তাঁরা হলেন শাহিনা বেগম (৫০), আঁখি আক্তার (২৫), আমির হোসেন (৩৪), সুমাইয়া আক্তার (১৮), মো. জিসান (৩), জীদনি আক্তার (২) ও জসীম উদ্দীন (৪৫)। তাঁরা সবাই উপজেলার ভূষনা গ্রামের নিহাল কাজীবাড়ির একই পরিবারের সদস্য। তাঁদের মধ্যে আমির হোসেনের স্ত্রী সুমাইয়া আক্তার আড়াই মাসের অন্তঃসত্ত্বা।
আহত ব্যক্তিদের স্বজনেরা জানিয়েছেন, ওমানপ্রবাসী মো. আমির হোসেন তিন মাস আগে ছুটিতে বাড়িতে এসে বিয়ে করেন। আজ দুপুরে দেবীদ্বার বারেরা ব্র্যাক অফিস থেকে কিস্তিতে এক লাখ টাকা তোলার জন্য অটোরিকশায় রওনা দেন। এ জন্য সাক্ষী করতে সঙ্গে নেন পরিবারের সদস্যদের। সেখানে গিয়ে দুর্ঘটনার শিকার হন তাঁরা।
দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ফারজানা পরিবহন নামের বাস ও সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশি হেফাজতে আছে। আহত সাতজন কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন।