সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বাসচাপায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাটি থানা চত্বরে রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাটিকুমরুল থানা চত্বরে
ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার চালকসহ চারজন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতু পশ্চিম পারের আলোকদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি। তবে নিহত তিনজনের মধ্যে দুজন নারী ও এক শিশু রয়েছে। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে উপজেলার হাটিকুমরুল থেকে যাত্রী নিয়ে মহাসড়ক দিয়ে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতুর পশ্চিম পারে আলোকদিয়া গ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন। আহত হন শিশুসহ ছয়জন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটি এবং এক নারীর মৃত্যু হয়। আহত বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবীর প্রথম আলোকে বলেন, শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।