সাপে কাটা রোগীদের হাসপাতালে নেন তিনি

ঝিনাইদহে সাপে কাটা রোগীকে হাসপাতালে নিয়ে যান আবদুল্লাহ মারুফ (মাঝে)। সম্প্রতি ঝিনাইদহ সদর হাসপাতালে
প্রথম আলো

স্কুলে পড়ার সময় থেকেই বন্য প্রাণী ভালোবাসতেন। কোথাও বন্য প্রাণী আটকা পড়েছে শুনলেই ছুটে গিয়ে মুক্ত করে দিতেন। বিষধর সাপ ধরার খবর পেলেও ছুটে যেতেন। প্রাণীটিকে মুক্ত করার উদ্যোগ নিতেন। সাপ নিয়ে কাজ করতে গিয়ে বুঝতে পারেন, সাপে কাটার কারণে প্রতিবছর অনেক মানুষ মারা যায় দেশে। এর মূল কারণ গ্রামের মানুষের অজ্ঞতা। সাপে কাটা রোগীকে হাসপাতালে না নিয়ে সাধারণত ওঝার কাছে নিয়ে যায় গ্রামের লোক। সময়মতো চিকিৎসা না পেয়ে মারা যায় মানুষটি।

আবদুল্লাহ মারুফ (৪৫) স্বজনদের বুঝিয়ে রোগীকে নিয়ে যান হাসপাতালে। বেঁচে যায় একটি প্রাণ। এভাবে একে একে সাপে কাটা ৩০০ মানুষকে হাসপাতালে নিয়ে জীবন বাঁচিয়েছেন মারুফ। পাঁচ বছর ধরে নিরন্তর কাজটি করে চলেছেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রামনগর গ্রামের এই যুবক। এর মধ্যে অর্ধেক রোগীকে গ্রাম্য ওঝার অপচিকিৎসা থেকে বাঁচিয়েছেন।

ঝিনাইদহ সদর, হরিণাকুণ্ডুসহ আশপাশের কয়েকটি উপজেলায় মারুফ এতটাই জনপ্রিয় যে কাউকে সাপে কাটলেই সঙ্গে সঙ্গে তাঁর কাছে ফোন আসে। স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার অনেকের কাছেই তাঁর মুঠোফোন নম্বর আছে। খবর পাওয়ামাত্র মোটরসাইকেলে ছুটে আসেন মারুফ।

আবদুল্লাহ মারুফ সাপে কাটা রোগীর চিকিৎসাবিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। নানাভাবে প্রশিক্ষণও নেওয়া আছে তাঁর। তিনি সাপের জাত, বিষ প্রয়োগ, অ্যান্টিভেনোমের বিষয়ে যথেষ্ট ধারণা রাখেন। তাঁর কারণে হাসপাতালে সাপে কাটা রোগীরা চিকিৎসা পাচ্ছেন।
রাজীব চক্রবর্তী, ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক

বিষধর সাপে কাটা রোগীকে প্রথম ১০০ মিনিটের মধ্যে চিকিৎসা দেওয়া গেলে বাঁচানো যায়। এমন রোগীর ব্যাপারে প্রাথমিকভাবে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ নেওয়া আছে তাঁর। শুরুতেই সে কাজটি করেন। তারপর রোগী নিয়ে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহনে কাছের হাসপাতালে ছোটেন। নেহাত কিছু না পেলে নিজের মোটরসাইকেলে বসিয়েই রোগীদের হাসপাতালে নেন।

মারুফের এই উদ্যোগের ফলে ঝিনাইদহ সদরসহ আশপাশের উপজেলার হাসপাতালগুলোতে সাপে কাটা রোগীদের হাসপাতালে আসার পরিমাণ আগের চেয়ে বেড়ে গেছে, জানালেন ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক রাজীব চক্রবর্তী। তিনি প্রথম আলোকে বলেন, আবদুল্লাহ মারুফ সাপে কাটা রোগীর চিকিৎসাবিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। নানাভাবে প্রশিক্ষণও নেওয়া আছে তাঁর। তিনি সাপের জাত, বিষ প্রয়োগ, অ্যান্টিভেনোমের বিষয়ে যথেষ্ট ধারণা রাখেন। তাঁর কারণে হাসপাতালে সাপে কাটা রোগীরা চিকিৎসা পাচ্ছেন।

সম্প্রতি হরিণাকুণ্ডু উপজেলার ধুলিয়া গ্রামের কৃষক মোজাম্মেল হককে (৪৬) সাপে কাটে। পরিবারের লোকজন তাঁকে নিয়ে যান এক ওঝার বাড়িতে। সেখানে ঝাড়ফুঁক করা হয়। কিন্তু রোগীর অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। খবর পেয়ে সেখানে ছুটে যান মারুফ। স্বজনদের বুঝিয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যান। এরপর চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফেরেন মোজাম্মেল।

রোগীর বাড়ি গিয়ে মারুফ শুরুতেই রোগীকে শান্ত থাকার পরামর্শ দেন। বিজ্ঞানসম্মত উপায়ে কাপড় দিয়ে আক্রান্ত স্থানটি বাঁধা, কোন হাসপাতালে গেলে দ্রুত সেবা পাওয়া যাবে, তা মুঠোফোনে যোগাযোগ করে ব্যবস্থা নেন। কোন হাসপাতালে অ্যান্টিভেনম আছে এবং কোথায় চিকিৎসক প্রস্তুত আছেন, তারও খোঁজ নেন তিনি।

ঝিনাইদহ জেলার ছয় উপজেলাসহ পাশের চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা উপজেলা, কুষ্টিয়া সদর উপজেলা থেকেও মারুফের কাছে ফোন আসে। এসব এলাকার মধ্যে হরিণাকুণ্ডু ও শৈলকুপাতে সাপের উপদ্রব বেশি বলে আশপাশের কয়েকটি হাসপাতালের চিকিৎসকেরাও জানিয়েছেন। কারণ, ওই দুই উপজেলা থেকে সবচেয়ে বেশিসংখ্যক সাপে কাটা রোগী তাঁদের কাছে আসে।

মারুফের এসব কাজ প্রশংসার দাবি রাখে বলে মনে করেন স্থানীয় তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রাশেদ। তিনি বলেন, তাঁর কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ফিরেছে। তিনি মানুষ হিসেবেও বেশ পরোপকারী।

খোঁজ নিয়ে জানা গেল, গ্রামে বেশ কিছু ধানি জমি আছে মারুফের। রয়েছে মাছের খামার। এসবই দেখাশোনা করেন তিনি। বলেন, উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করেছেন। এরপর সাংসারিক কারণে কর্মজীবনে ঢুকতে হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোগীর কাছে ছোটাছুটিতে যে খরচা, সেটা তিনি নিজেই বহন করেন। তবে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার খরচ রোগীর স্বজনেরা দেন। তিন শ রোগীকে হাসপাতালে নেওয়ার হিসাব সম্পর্কে জানতে চাইলে মারুফ বলেন, তাঁর কাছে একটা হিসাব আছে।

আবদুল্লাহ মারুফ বলেন, বর্তমানে এই অঞ্চলে খৈয়া গোখরা ও পদ্ম গোখরা, কালাস, শঙ্খিনী ও চন্দ্রবুড়া সাপে কাটার ঘটনা বেশি। এগুলোর সবই বিষধর। তবে সব সময় সাপ মানুষকে কামড় দিয়ে বিষ প্রয়োগ করে না। তাঁর স্ত্রী স্কুলশিক্ষক ইয়াসমিন আক্তার। এই দম্পতির রামিসা মালিয়াথ (১৪) ও আবদুল্লাহ আজয়াদ (১১) নামের দুটি সন্তান রয়েছে। স্বামীর এসব কাজে গর্বিত ইয়াসমিন আক্তার। তিনি বলেন, ‘আমিও সব সময় তাঁকে সহযোগিতা করি।’

ঝিনাইদহের সব কটি হাসপাতালে এই মুহূর্তে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। রোগী এলেই চিকিৎসা দেওয়া সম্ভব বলে জানালেন সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ। গতকাল বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে বলেন, আবদুল্লাহ মারুফ অবশ্যই সমাজে ভালো কাজ করছেন। তাঁর কারণে সাপে কাটা রোগীদের হাসপাতালে আসা বেড়েছে। সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সিভিল সার্জন বলেন, সাপে কাটলে ওঝার কাছে নয়, দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে আসতে হবে।