উন্নয়নে ভাসিয়ে দিলে নিরপেক্ষ নির্বাচনে ভয় কেন আওয়ামী লীগের: মঈন খান

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান
ছবি: প্রথম আলো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। সরকার যদি উন্নয়ন করে দেশকে ভাসিয়ে দিয়ে থাকে, তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায় কেন? তারা যদি দেশের উন্নয়ন করে থাকে, তাহলে জনগণ তাদের ভোট দিয়ে আবারও নির্বাচিত করবে। কিন্তু তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না। কারণ, তারা জানে জনগণের সমর্থন তারা হারিয়েছে। তারা এখন নতুন পন্থায় জোর করে নির্বাচনে জিতে পুনরায় সংসদে যেতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ আর তা হতে দেবে না।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিরপেক্ষ সরকারের অধীন সংসদ নির্বাচন আয়োজনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি এ মানববন্ধনের আয়োজন করে।

মঈন খান বলেন, ‘দেশের গণতন্ত্র হরণ করেছে আওয়ামী লীগ। আজ মানবাধিকার হরণ করা হয়েছে। সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলেই তারা বলে বেড়ায় মানুষ নাকি রাষ্ট্রবিরোধী কথা বলেছে। এ সরকার বুঝতে পারে না সরকার ও রাষ্ট্রের মধ্যে কী ব্যবধান! তাদের পলিটিক্যাল সায়েন্সের বই পড়া উচিত।’

মঈন খান আরও বলেন, ‘সরকারকে বিতাড়িত করার দরকার নেই। সরকারের শুভবুদ্ধির উদয় হোক। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। তারপর নির্বাচন হয়েছিল। বর্তমান সরকারেরও সে রকম শুভবুদ্ধির উদয় হোক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের দাবি। আওয়ামী লীগ যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জয়লাভ করতে পারে, আমি ব্যক্তিগতভাবে তাদের শুভেচ্ছা জানাব।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ভয়। দেশের জনগণকে ভয় পায়। তারা মুখে যা বলে কাজে তার উল্টোটা করে। এ সরকারকে পদত্যাগ করে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দিতে হবে।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান। এটি সঞ্চালনা করেন জেলা বিএনপি নেতা গোলাম কিব‌রিয়া সাঈদ। এতে আরও বক্তব্য দেন জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, জেলা বিএনপির সহসভাপ‌তি আজাদ হোসেন খান ও আবদুল বা‌তেন, যুগ্ম সম্পাদক সত্যেনকান্ত পণ্ডিত , সাংগ‌ঠনিক সম্পাদক নুরতাজ আলম, গোলাম আবেদিন প্রমুখ।