বৃষ্টিতে সড়কে পিছলে পড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
রাজবাড়ীর কালুখালীতে বৃষ্টির মধ্যে মোটরসাইকেল নিয়ে সড়কে পিছলে পড়েন এক ব্যবসায়ী। এ সময় একটি পণ্যবাহী ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার চাঁদপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. বারেক মণ্ডল (৬০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মৃত তোরাপ আলী মণ্ডলের ছেলে। তিনি মুড়ির ব্যবসায়ী ছিলেন।
পাংশা হাইওয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বিকেল সাড়ে চারটার দিকে প্রথম আলোকে বলেন, আজ বেলা দেড়টার দিকে বারেক মণ্ডল পাংশায় ব্যবসায়িক কাজ সেরে মোটরসাইকেলে সদর উপজেলার মিজানপুর বাড়ির উদ্দেশে রওনা করেন। পথে কালুখালী উপজেলার চাঁদপুর সেতুর ওপর পৌঁছালে পিছলে সড়কের ওপর পড়ে যান তিনি। এ সময় পাংশা থেকে আসা রাজবাড়ীগামী একটি পণ্যবাহী ট্রাক তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বারেক মণ্ডল মারা যান। খবর পেয়ে দুপুর দুইটার দিকে হাইওয়ে মডেল থানা-পুলিশ ও পাংশা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা বারেক মণ্ডলের মরদেহ উদ্ধার করেন।
ওসি হারুন অর রশিদ আরও জানান, বারেক মণ্ডলের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে পারিবারিকভাবে লাশ নিতে আবেদন করায় কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকের চালক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে বলে জানান ওসি।