সেচপাম্প দিয়ে জমিতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রতীকী ছবি

ফেনীর দাগনভূঁঞা উপজেলায় পুকুর থেকে সেচপাম্প দিয়ে জমিতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে নুরুল হুদা ওরফে সুজন (২৪) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তরুণ নুরুল হুদা ভবানীপুর গ্রামের নুর নবীর ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে নুরুল হুদা বাড়ির পাশের পুকুর থেকে সেচপাম্পের মাধ্যমে বোরো ধানের জমিতে পানি দিতে যান। সেচ দেওয়ার একপর্যায়ে বৈদ্যুতিক তার ডান হাত জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রাত ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে গেছেন স্বজনেরা।