ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের দাবি

ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে চট্টগ্রাম নগরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ। আজ বিকেলে চট্টগ্রামের পুরোনো রেলস্টেশন এলাকায়ছবি: সংগৃহীত

ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে চট্টগ্রাম নগরে মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের এক বছর পূর্তির দিনে আজ সোমবার বিকেলে এ কর্মসূচি পালন করে বাম জোট।

বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক শফি উদ্দিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিপিবি জেলা কমিটির সভাপতি অশোক সাহা, বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি, বাসদ জেলা নেতা জসিম উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার গত ১ বছরে ৪২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করে গাজা উপত্যকা ধ্বংস করে দিয়েছে। ফিলিস্তিনের পক্ষে লড়াইরত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান নাসরুল্লাহকে হত্যা করেছে তারা। বর্তমানে লেবাননে স্থল অভিযান ও বিমান হামলা চালিয়ে গণহত্যা চালাচ্ছে। বিশ্ব জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন মদদে ফিলিস্তিন ও লেবাননে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধবাজ ইসরায়েলকে থামানো দরকার।

বক্তারা বলেন, যুদ্ধ বন্ধে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনতে হবে। জাতিসংঘ থেকে বহিষ্কার করতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পুরোনো স্টেশন থেকে শুরু হয়ে নিউমার্কেট মোড়ে এসে শেষ হয়।