বেতবাগানে চিতা বাঘের বিচরণের খবর মিথ্যা বলে স্বীকার কিশোরের
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক কিশোর চিতা বাঘের ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট দিয়ে আতঙ্ক ছড়িয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার হতেয়া রেঞ্জ কার্যালয়ে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের জিজ্ঞাসাবাদে বেতবাগানে চিতা বাঘের বিচরণের খবর মিথ্যা বলে শিকার করেছে ওই কিশোর।
হতেয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল আহাদ বলেন, উপজেলার হতেয়া বেতবাগানে চিতা বাঘের বিচরণের খবরটি মিথ্যা। ওই কিশোর বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে বিষয়টি স্বীকার করেছে। ভবিষ্যতে এমন গুজব ছড়াবে না, এই মর্মে সে মুচলেকাতে সই করেছে।
টাঙ্গাইল বন বিভাগের হতেয়া রেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ওই কিশোর হতেয়া রেঞ্জ কার্যালয়ের পাশে প্রাকৃতিক বেতবাগানের একটি ছবি তোলে সেখানে চিতা বাঘের ছবি বসিয়ে ফেসবুকে পোস্ট দেয়। পোস্টে ‘বেতবাগানে চিতা বাঘের আতঙ্ক’ উল্লেখ করা হয়। মুহূর্তে ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বলেন, বেতবাগানে চিতা বাঘের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের তিন সদস্যের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এক কিশোর চিতা বাঘ নিয়ে মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কথা স্বীকার করেছে।
হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হামিদ খান বলেন, ‘আমার উপস্থিতিতেই ওই কিশোর তদন্ত কমিটির কাছে তার অপরাধ স্বীকার করেছে।’
বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের ফরেস্টার হাফিজুর রহমান বলেন, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য এ কাজ করেছে বলে জানায় ওই কিশোর। এ বিষয়ে লিখিত মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।