বাংলাদেশ জাসদের চুয়াডাঙ্গার সভাপতি আনোয়ারুল, সম্পাদক শামসুল
বাংলাদেশ জাসদের চুয়াডাঙ্গা জেলার দ্বিবার্ষিক সম্মেলনে আনোয়ারুল ইসলামকে সভাপতি ও শামসুল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কাউন্সিলরদের গোপন ব্যালটে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের কমিটি নির্বাচিত করা হয়।
আজ শনিবার সন্ধ্যায় শহরের শহীদ আলাউল হল মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে কাউন্সিলরদের ভোট গণনা শেষে প্রধান অতিথি বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি এম মহাব্বত আলী বিজয়ীদের নাম ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন তারিকুর রহমান, আবদুর রশিদ ও আলমগীর রহমান। সভাপতি-সম্পাদকসহ নবনির্বাচিত পাঁচ নেতা আগামী এক সপ্তাহের মধ্যে জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সম্মেলনের প্রধান অতিথি জানান।
বিকেল চারটায় আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এ টি এম মহাব্বত আলী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল হক ও শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী।
জাসদ নেতা শামসুল আলমের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে জীবননগর উপজেলার মো. আবদুর রশিদ ও দামুড়হুদা উপজেলার মো. সালাহউদ্দিন বক্তব্য দেন।