রাশিয়া-ইউক্রেন থেকে পণ্য আনার উদ্যোগ, এতে দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

রংপুরে তৃতীয় ধাপে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার সকালে নগরের কেরানীপাড়া এলাকায়
ছবি: মঈনুল ইসলাম

রংপুরে চলতি অর্থবছরের তৃতীয় দফায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রোববার সকালে নগরের কেরানীপাড়া স্টাফ কোয়ার্টারের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, টিসিবির মাধ্যমে এক কোটি অসচ্ছল পরিবারের কাছে সাশ্রয়ী দামে খাদ্যসামগ্রী বিক্রির মাধ্যমে দেশের পাঁচ কোটি মানুষকে সুবিধা দেওয়া হচ্ছে। খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। দেশের মানুষের যাতে কষ্ট না হয়, সে দিকে সরকার লক্ষ রাখছে। এর সঙ্গে তিনি যোগ করেন, ‘ইউক্রেন-রাশিয়া থেকে বিভিন্ন পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নিত্যপণ্যের দাম কমে আসবে। আশা করছি, আগামী দুই মাসের মধ্যে সয়াবিন তেলের দাম আরও কমে আসবে।’

মাসব্যাপী টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনের সঙ্গে সঙ্গে সুবিধাভোগী কার্ডধারী ব্যক্তিদের হাতে টিসিবির পণ্য তুলে দেন মন্ত্রী।

টিসিবির রংপুরের আঞ্চলিক কর্মকর্তা প্রতাপ কুমার বলেন, আজ থেকে তৃতীয় দফায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হলো। আজ নগরের পাঁচটি কেন্দ্রে পণ্য দেওয়া হবে। কার্ডধারী প্রত্যেকে এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন। চিনি ৫৫ টাকা কেজি, মসুর ডাল ৬৫ টাকা কেজি ও সয়াবিন তেল ১১০ টাকা লিটার দরে বিক্রি হবে। মাসব্যাপী এ কার্যক্রম চলবে। সিটি এলাকাসহ জেলার মোট ২ লাখ ৮৫ হাজার ৩১২ জন সুবিধাভোগী কার্ডধারী এসব পণ্য কিনতে পারবেন।

রংপুরে টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়। রোববার নগরের কেরানীপাড়ায়
ছবি: প্রথম আলো

এদিকে টিসিবির পণ্য কিনতে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে কার্ডধারী ব্যক্তিদের ভিড় লক্ষ করা গেছে। উপকারভোগী মরিয়ম বেগম বলেন, ‘টিসিবির কার্ড পায়া হামার অনেক উপকার হইছে। তার ওপর ন্যায্য মূল্যে চালও পাই। বাজারে জিনিসপত্রের দাম বাড়ার কষ্ট কিছুটা কম হয় এই পণ্য পাওয়ার পর।’